টাইগার যুবারা টসে হেরে ব্যাটিংয়ে,সেমির লড়াইয়ে বাংলাদেশ-ভারত
টাইগার যুবারা টসে হেরে ব্যাটিংয়ে,সেমির লড়াইয়ে বাংলাদেশ-ভারত। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আজ দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ভারত অনূর্ধ্ব-১৯ দল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে টসে জিতে বোলিং নিয়েছে। ২০২০ সালের এই দুই দল ফাইলান খেলে এবার কোয়ার্টার ফাইনালেই এই ২ দলকেই মুখোমুখি হতে হচ্ছে। আজকের ম্যাচে যেই অনূর্ধ্ব-১৯ দল জিতবে সেই উঠবে কাঙ্ক্ষিত সেমিফাইনালে।
এর শেষবার দুই দলের দেখা হয়েছিল আগে গত বছর এশিয়া কাপে। সেখানে সেমিফাইনালে ভারত দলের কাছে ১০৩ রানের বড় ব্যাবধানে হেরেছিল টাইগার যুবারা। ভারতীয় যুবারা পুরো টুর্নামেন্ট জুড়েই দারুণ খেলতেছে । করোনার ভাইরাসের বাধাও তাঁদের জয়ের পথ রুখতে পারেনি। অপরদিকে, গ্রুপ পর্বের তিন ম্যাচে শুধু ইংল্যান্ড দল বাদ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ও কানাডার ম্যাচ জিতেছিল বাংলাদেশ।
বাংলাদেশের একাদশঃ এসএম মেহেরব,
মাহফিজুল ইসলাম, নাবিল, আইচ মোল্লাহ, রাকিবুল ইসলাম (অধিনায়ক), মোঃ ফাহিম, আরিফুল ইসলাম, আশিকুর জামান, তানজিম হাসান সাকিব, রিপন মণ্ডল, ইফতেখার হোসেন,