প্রথম এই বিপিএলের ২০০ রান পার করলো চট্টগ্রাম দল
প্রথম এই বিপিএলের ২০০ রান পার করলো চট্টগ্রাম দল। প্রধান কোচ পল নিক্সন ম্যাচ শুরুর আগে বিদায় জানালেন। কোন অভ্যন্তরীণ সিদ্ধান্তবশতঃ অধিনায়কও হলেন নাঈম ইসলাম মেহেদী মিরাজের বদলে দেখা গেলো টসের সময়। তবে এর কোনকিছুই চট্টগ্রাম দলের ম্যাচের প্রতি রানেরবন্যা বইয়ে দেওয়ার ধারায় কোন ঘাটতি ঘটাতে পারেনি। ওপেনারদের ঝড়ের পর মিডল অর্ডারের অবদানে ৫ উইকেট খরচায় সিলেট সানরাইজার্সের বিপক্ষে ২০২ রানের পাহাড় গড়েছে চট্টগ্রাম। এটিই এই বিপিএলের দলীয় প্রথম ২০০+ রানের ইনিংস।
চট্টগ্রাম দল দুর্দান্ত শুরু করার পর দ্রুততম ব্যবধানে দুই ওপেনারের উইকেট হারায়। উইল জ্যাকস মাত্র ১৮ বলে ৫০ রান তুলে নেন , যা এই আসরের দ্রুততম ফিফটি। তবে ফিফটির পরপরই স্কুপ খেলা খেলতে গিয়ে আউট হন ৫২ রানে। কিছুক্ষণ কেনার লুইসও পর ছক্কা মারতে গিয়ে আউট হন ।
৬৬ রান তবে ততক্ষণে ওপেনার ২জন জমা করে ফেলেছেন পাওয়ারপ্লেও শেষ হয়নি। সেই ভিত্তির ওপর দাঁড়িয়ে রান আরো বেশি করার কাজ শুরু করেন দুই দেশী ব্যাটার আফিফ হোসেন ও সাব্বির রহমান। ৪৭ রানের জুটি গড়ে সাব্বির (৩১) রানে আউট হন, তবে আফিফ খেলতে থাকেন দুর্দান্ত; অনেকদিন পর এই বাঁহাতি তরুণকে লাগছিলো ছন্দে; যদিও ইনিংস খুব বড় করতে পারেননি। আউট হওয়ার আগে ২৮ বলে ১ চার ৩ ছক্কায় করেছেন ৩৮ রান রবি বোপারার বলে আউট হন ।
এরপর মেহেদী হাসান মিরাজ ও বেনি হাওয়েল স্লগ ওভারটিকেও কাজে লাগিয়েছেন দারুণভাবে। মিরাজ ৪ বলে ২ ছক্কায় ১৩* রান করেছেন ও হাওয়েল খেলেছেন ২০ বলে ৩৯* রানের ইনিংস । হাওয়েল ইনিংসের শেষ ওভারে তাসকিন আহমেদকে তিনটি ছক্কা হাঁকিয়েছেন।