আর্জেন্টিনা দল মেসি-স্কালোনি ছাড়াই জিতলো



আর্জেন্টিনা দল মেসি-স্কালোনি ছাড়াই জিতলো। কোভিড ভাইরাসের বিধিনিষেধের কারণে ডাগআউটে ছিলেন না কোচ স্কালোনি। লিওনেল মেসি করোনা থেকে সেরে ঠিক মতো না উঠাই এবং ম্যাচফিট না থাকায় মাঠে ছিলেন না তিনি। এই দুজন মহাগুরুত্বপূর্ণ ব্যক্তিকে ছাড়াই ২-১ গোলে চিলির মতো শক্তিশালী দলকে হারিয়ে দাপট দেখিয়েই জয় নিয়ে মাঠ ছেড়েছে আর্জেন্টিনা দল। লা  আলবিসেলেস্তেরা নিজেদের অপরাজিত ধারা আরো এক ম্যাচ বাড়ালো।

প্রথমার্ধে তিনটি গোলই হয়েছে। সফরকারীরা  ম্যাচের নবম মিনিটে অসাধারণ রদ্রিগো দে পলের অ্যাসিস্টে আনহেল দি মারিয়ার গোলেই এগিয়ে যায় । চিলির ব্রেরটনের গোলে ২১ মিনিটে হয় সমতা ফিরান। আর্জেন্টিনা দল ৬ ম্যাচ খেলার পর এই ফাস্ট টাইম গোল হজম করল ।

তবে আর্জেন্টিনা ম্যাচে এগিয়ে যেতে বেশি সময় নেয়নি আকাশী-সাদারা। ম্যাচের ৩৪ মিনিটে লাউতারো মার্তিনেজের গোলে ২-১ এ এগিয়ে যায় আকাশী - সাদারা । ম্যাচের পরবর্তী সময়ের মধ্যে আর কেউ  দুই দলের পায়নি গোলের দেখা।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url