বাংলাদেশ দল মেহেরবের ব্যাটে একশো পেরুলো
বাংলাদেশ দল মেহেরবের ব্যাটে একশো পেরুলো। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আজ দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে খেলাই বাংলাদেশ টসে হেরে ব্যাটিংয়ে নেমে সব উইকেট হারিয়ে মাত্র ১১১ রান করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এসএম মেহেরব ৩০ (৪৮) বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করেছেন। ভারতের পক্ষে রবি কুমার ৭ ওভারে ১৪ রান খরচায় তিন উইকেট নিয়েছেন।
মাঠে নামে বাংলাদেশ এশিয়া কাপের সেমিফাইনালে হারের প্রতিশোধ নিতেই । কিন্তু ভারতীয় স্পিনার ভিকি অস্তওয়াল এবং পেসার রবি কুমারের বোলিং দাপটে খেই হারায় টাইগাররা। নেই তিন উইকেট ৭.৪ ওভারে মোটে ১৪ রান তুলতেই টাইগার শিবিরে! গ্রুপ পর্বে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাহফিজুল ইসলাম ফিফটি হাঁকানো আজ তিনি ফিরেছেন মাত্র ২ রানে। ব্যাটারদের যাওয়া-আসার ভীড়ে কেউই করতে পারেনি তেমন বলার মতো রান। শেষের দিকে মেহেরবের ৩০ রানের কল্যাণে ১০০ পার করতে পেরেছে বাংলাদেশ দল। এরপর বাংলাদেশ দল ১১১ রান করে গুটিয়ে যায় ৩৭.১ ওভারেই।