৯ বছর পর বিপিএলে ফিরে ম্যাচের আগে ব্যাটিং প্র্যাকটিস করছেন মঈন আলী


দুই ব্যাট কাঁধে চট্টগ্রামের বিপক্ষে ম্যাচের মাত্র ঘন্টাখানেক আগে অনুশীলন শেষ করে ড্রেসিংরুমে দিকে ফিরে যাচ্ছেন মঈন আলি। শেষ থেকে শুরু করা যাক মিরপুর একাডেমির নেটে ফেরা যাক। পেছনে ফেরার কারণ আছে আমাদের ৯ বছর পর আবার বিপিএলে খেলতে ঢাকায় এসেছেন মইন আলি। ৯ বছর আগে খেলেছিলেন দুরন্ত রাজশাহী দলের হয়ে। তখন ছিল না স্টারদম ৯ বছর পর আবার ফিরলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলের হয়ে জার্সিতে। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার হয়ে যেন কবি জীবনানন্দ দাশ।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এর বিপক্ষে ম্যাচের তখন ঘন্টাখানেক বাকি আছে ব্যাকপ্যাট নিয়ে পুরোদস্তুর ব্যাটিং প্র্যাকটিস করতেছেন মইন এই বাহাতি। ঢাকায় আসার পর ব্যাটে বলে কোন অনুশীলন করতে পারেননি। সেই আক্ষেপ ঘোচাতে মইনকে বোলিংয়ে সঙ্গ দিয়ে যাচ্ছেন কুমিল্লার বোলিং কোচ সোহেল ইসলাম।

এই মইন যখন ব্যাটিং করেছেন তখন পারভেজ হোসেন ইমন দাঁড়িয়ে দাঁড়িয়ে মইনের ব্যাটিং দেখেছেন এবং শিখেছেন ইমন মঈনের মতোই যে বাঁহাতি। অনুশীলনে মুমিনুলের বলে এভাবে পরাস্ত হওয়া নিশ্চিতভাবেই তিনি শিখতে চাইবে না ইমন। মুমিনুলের বলে শুরু যেভাবে তার নেট স্টেশনের শুরুটা জনতা দিয়ে এরপর পারফেক্ট টাইমিং মন জুড়ানো শট।

মঈনের ছাত্র ইমন পরে অবশ্য তার পাশের নিতেই ব্যাটিং করেছেন। সব শেষ কয়েক দিন ধরে এটাই তার একমাত্র কাজ প্র্যাকটিসে নেট ব্যাটিং কেননা হেভিওয়েট দশটায় ম্যাচ খেলার সুযোগ মিলছে না। ম্যাচের আগে অতিরিক্ত প্র্যাকটিস করে লাভ হলো না।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url