কষ্ট করে কেষ্ট পেয়েছেন মোহাম্মদ মিঠুন


জানার কোন শেষ নাই। জানার চেষ্টা বৃথা তাই এ কেবল হীরক রাজার রাজা ঠিক। সাধারণের জীবনের শেখাটা জরুরি। শিক্ষায় সবার আগে কাজে লাগে। চাইলে ইচ্ছা থাকলে বিপক্ষের কোচ থেকেও শেখা যায়। মোহাম্মদ সালাউদ্দিন আর মোহাম্মদ মিঠুনের ক্রিকেট পাঠশালা ইচ্ছা থাকলে উপায় বের করার উদাহরণ।

কষ্ট করলে ই ফল মিলবে অন্য সবার মতো মিঠুন হয়তো সেই কথায় বিশ্বাসে বিশ্বাসী। ক্যারিয়ারজুড়ে মিঠুন সব চেষ্টাই করে যাচ্ছে কখনও ফল পেয়েছেন আবার কখনো ব্যর্থ হয়ে টিকে থাকার লড়াই করছেন মিঠুন।

এবারের বিপিএলে ও ভাল পারফর্ম করার জন্য সব চেষ্টাই মিঠুনের মধ্যে চোখে পড়েছে। ফলটাই কেবল ছিল অধরা মতো ঢাকা-চট্টগ্রাম ঘুরে রান পাচ্ছিলেন না। অবশেষে বৃহস্পতিবারে মিঠুনের বৃহস্পতি তুঙ্গে উঠেছে। খুলনার বিপক্ষে করেন ৫১ বলে ৭২ রান দল হারলেও মিঠুনের ব্যাটিং সবার নজর কেড়েছে ভক্তদের প্রশংসা পেয়েছে।

প্রতিপক্ষের কাছ থেকে নেওয়ার টিপস কিংবা নিজ দলের প্রশিক্ষককে নিয়ে স্পেশাল প্র্যাকটিস অথবা কঠোর পরিশ্রম কারণ হতে পারে যেকোনোটা অথবা সবগুলোই দেরিতে হলেও পরিশ্রমের সুফল পাচ্ছেন মোহাম্মদ মিঠুন নিয়মিত রান করা আর সেটাই মিঠুনের কাজ। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url