ভালোবাসার গল্প: একবার ভাবুন তো!


দেখো ভাই তুমি তোমার এটিটিউড দেখানো জন্য যে মানুষ টাকে ছেড়ে দিয়েছিলা। সেই মানুষটা তোমাকে ছাড়া ভালো আছে। ঝগড়া করে, যেসব বন্ধুবান্ধবকে বলেছিলে তোদের আমার প্রয়োজন নেই। তোমাকে ছাড়াও তাদের বন্ধুত্বটা এখনো টিকে আছে। যে জিনিসটা কি একটা সময় আমরা অবহেলা করি। যে জিনিসটাকে মনে হয় লাগবেনা। সেই জিনিসের  অপূর্ণতা একটা সময় দারুন ভাবে ফীল করি।

হয়তো আজকে আপনি চাকরি হারিয়েছেন।অন্যদিকে কেউনা কেউ চাকরিতে প্রমোশন পেয়ে ভিআইপি স্টুডেন্টের তার বন্ধুদের ট্রিট দিচ্ছে। আজকে আপনি প্রতিষ্ঠিত না বলে প্রতিষ্ঠিত না সেজন্য আপনার প্রিয় মানুষটা আপনাকে ছেড়ে চলে গেছে। অন্য আরেক দিকে একটা প্রতিষ্ঠিত ছেলের কাছে কয়েকটা সুন্দরী মেয়ের বিয়ের বায়োডাটা এসেছে, তাকে পছন্দ করে বলে।

সারা জীবন এই ভাবে ওইভাবে সময় আপনি কাটিয়েছেন, এইজন ঐইজন আপনাকে ইগনোর করে ছেড়ে চলে গেছে। এবার তো জীবনটা কে নিয়ে একবার সিরিয়াসলি ভাবুন। সারা জীবন আপনি সময় কাটিয়েছেন, নিম গাছের নিচে আর এখন এসে বলছেন জীবনটা এত তেতু হয়ে আছে কেন। দোষটা কার ছিল, মনে রাখবেন যার টাকা নেই তার কেউ নেই মা আর আল্লাহ ছাড়া। ভাঙ্গা সিন্দুকে কোন মানুষ টাকা রাখতে চাইবে না। নষ্ট ঘড়িতে কেউ সময় দেখতে চাইবে না। আরে সিম্পল হিসাবটা আমি আপনাকে বোঝাতে পারছি না।

খুব সিম্পল হিসাব, আপনি যদি সময়কে সময় না দেন তাহলে সেই সময় আপনার অনুকূলে আসবেনা কখনো। একটা প্রতিকূল পরিবেশ আপনার জন্য সৃষ্টি করে দিবে সময়। আসল কথা হচ্ছে আমরা এটা পাইনি ওইটা পাইনি এইগুলার জন্য আমাদের মধ্যে একটা অপ্রাপ্তির ভাব দেখা যায়। যেটা করতে পারব সেটার পিছনে আমরা তখন ছুটি না। তখন আমরা হতাশায় ডুবে যাই এছাড়া কী হবে আমাদের। আপনি চারপাশে তাকিয়ে দেখেন তো, কত ছেলে-মেয়ে চাকরি পাবে না বলে এখন নিজেদের মতো করে কাজ করে চছলে।

আপনি যেই কাজ ভালো করতে পারবেন সেই কাজটা করেন আর না হয় কেউ আপনাকে এই সমাজে মূল্যায়ন করবে না হ্যা এটাই খুব স্বাভাবিক। আপনি যেটাতে প্রপারলি যেই কাজটা ভালো করতে পারবেন সেই কাজে আপনি লেগে পড়ুন। তখন সবাই আপনাকে গুরুত্ব দেওয়া শুরু করবে। কারন মানুষ প্রপার মানুষ পছন্দ করে। যে জিনিসটাকে একবার এক্সক্লুজিব করবে। আপনার কেন চাকরি করা প্রয়োজন। প্রচুর ছেলেরা এখন আউটসোর্সিং করেছে। আপনি যেই বিষয়ে এক্সপার্ট আছেন সেই বিষয় নিয়ে কাজ করেন। আর যদি আপনি কাজ না করেন তাহলে দিন শেষে আপনার পছন্দের জিনিসটা আপনার হবে না খুব স্বাভাবিক। সেটা মানুষ হোক বা অন্য কিছু। আপনার বন্ধুত্ব টা কেউ আপনার সাথে টিকিয়ে রাখতে চাইবে না। প্রিয় মানুষ থাকে আপনি ধরে রাখতে পারবেন না স্বাভাবিক মেনে নেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url