ভালোবাসার গল্প: পারফেকশন

একটা সম্পর্কের পারফেকশন মানেটা কি জানেন। আপনার পার্টনার আপনাকে বুঝতে পারে। দেখেন টাকা-পয়সার দেখে বা সৌন্দর্য দেখে যে সম্পর্কটা আপনি গড়বেন সেই সম্পর্কটা মধ্যে আপনি টাকা পয়সা, সৌন্দর্য দিয়ে কখনই পারফেকশন তা খুঁজে পাবেন না। আপনি যদি আমাকে এই পক্ষে কোনো প্রমাণ দেখাতে বলেন, তাহলে আমি আপনাকে হাজারটা সম্পর্কের কথা বলতে পারব। যেইখানে ছেলেটার প্রচুর টাকা অর্থকরী, কিন্তু দিন শেষে মেয়েটা এটা বলতে বাধ্য হয়। যে আমার পার্টনার আমাকে সময় দেয় না।

এমন অসংখ্য সম্পর্ক আছে যেখানে মেয়েটা প্রচন্ড রকম সুন্দরী কিন্তু ছেলেটা এটা বলতে বাধ্য হয়। যে আমি আমার সাংসারিক জীবনে আমি আমার সম্পর্কে সুখি না। টাকা-পয়সাও অর্থকরী বা সৌন্দর্য দেখে, যে সম্পর্কটা আপনি গড়বেন বা গড়ার চেষ্টা করবেন সেটাতে আপনি শুধুমাত্র টাকার ওপর বেস করে নিজের মধ্যে প্রপার শান্তি খুঁজে পাবেন না। মানুষটা সুন্দর সেটার উপর বেস করে আপনি পারফেকশন টা খুঁজে পাবেন না।

তাই একটা সম্পর্ক গড়তে গেলে বা একটা মানুষের সাথে থাকতে গেলে। যে জিনিসটা মোস্ট ইম্পরট্যান্ট সেটা হচ্ছে সেই মানুষটা আপনার ব্যাপারে কতটা সেনসিয়ার। আপনার কতটা কেয়ার করে। এই জিনিসটা মোস্ট ইম্পরট্যান্ট। একটা ভালো মানুষ আপনি পেয়ে যাবেন। ভালোবাসার মানুষ পেয়ে যাবেন কিন্তু আপনাকে ভালো রাখার মত একটা মানুষ খুঁজে পাওয়া নিতান্তই কঠিন।

এই স্বার্থের পৃথিবীতে আপনি স্বার্থের জন্য প্রচুর মানুষ আপনার কাছে আসবে। আপনার একটা ব্যাপার এক্সপার্ট বা একটা বিষয় আপনি খুব ভালো করেন এই ব্যাপারগুলো খেয়াল করার জন্য প্রচুর মানুষ আপনার কাছে আসবে। কিন্তু আপনাকে ভালো রাখার দায়িত্ব একজনও নিবেনা। আপনি একটা ব্যাপার এক্সপার্ট তো আপনাকে ভালোবাসার জন্য একটা মানুষ আসবে। সেই ব্যাপারটাকে ভালোবাসার জন্য একটা মানুষ চলে আসবে কিন্তু দিন শেষে আপনাকে কয়টা মানুষ ভালো রাখতে চাই, সেটাই ইম্পরট্যান্ট।

আরেকটা জিনিস খুব ছোট্ট করে বলতেই হয়। কোনকিছু, কোন মানুষ, কোন বস্তু বা কোন সম্পর্ক হান্ডেট পার্সেন্ট পারফেক্ট হয় না। একটা মানুষের মধ্যে আপনি একের ভিতরে ৫ পাবেন না। একটা মানুষ দেখতে সুন্দর কিন্তু তার কথা বলার ভঙ্গি ভালো না। একটা মানুষ আর্থিকভাবে সচ্ছল অন্য একটাতে তার খোদ থাকবেই। এটা খুব স্বাভাবিক। একটা মানুষের সাথে যদি আপনি থাকতে গিয়ে ভালো থাকেন আনন্দ থাকেন তার সাথে সবকিছু শেয়ার করে নিজের মধ্যে একটা কমফোর্ট জোন ফিল করাতে পারেন তাহলে সেই মানুষের সাথে আপনি থেকে যান।

হান্ডেট পার্সেন্ট কোথাও আপনি খুঁজে পাবেন না। তাই দিনশেষে আপনি যেই মানুষের সাথে হাসতে পারেন। তাই যেই মানুষটা আপনার কান্নার ভাগীদার হতে চাই। যে মানুষটার সাথে আপনার কষ্টটাকে শেয়ার করে আপনার নিজের মধ্যে আনন্দ অনুভব করেন। সেই মানুষ তাই আপনার জন্য সৃষ্টি হয়েছে। অতএব এই মানুষটাকে হাতছাড়া করবেন না। এই মানুষটাই আপনার জীবনে পারফেক্ট একজন। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url