ভালোবাসার গল্প : জীবন নিয়ে যে অভিযোগ আমাদের সবচেয়ে বেশি
জীবনের সবচেয়ে সহজ কাজ হচ্ছে, নিজের জীবনকে ব্লেম করা। সবচাইতে উইক পয়েন্ট আমরা যেটা নিজের খুঁজে পাই, সেটা হচ্ছে আমি একটা পারফেক্ট ফ্যামিলিতে জন্মাই নাই। এইভাবে কাজটা আমার সাথে না হলেও পারতো। এর চেয়ে বেটার একটা ফ্যামিলিতে আমি জন্মাতে পারতাম। এর চেয়ে ভালো কিছু আমি ড্রিজাব করতাম। আমার জীবনটা আরেকটু সুন্দর হওয়ার কথা ছিল।
খুব নরমালি আমরা এই কথাগুলো নিজেদেরকে নিজেরাই বলে ফেলি। কখনো আমরা এটা ভাবি না, যেটা আমি পেলাম সেটার উপযুক্ত কি আমি কখনো ছিলাম। এখন যেটা আমার আছে সেইটা কী আমার হওয়ার কথা ছিল। যে জিনিসটা নিয়ে এখন আমি সমাজের মানুষের কাছে প্রাউডলি বলতে পারি। সেটা না হলে কি আমি সৃষ্টিকর্তার কাছে জুড়াজুড়ি করতে পারতাম। এই জিনিসটা আমার হয় নাই কেন!
আমরা খুব সহজভাবে জীবনকে ব্লেইম করতে পারি। অন্যান্য জিনিসের তুলনায় পজিটিভলি কয়েকটা কথা বলি আমি শুনেন: যেই ছেলেটা- যেই মেয়েটা এখনো স্টেশনের প্লাটফর্মের ঘুমাতে হয় তাকে জিজ্ঞাসা করেন জীবনের মানে কি। শেষ সংকচুতা ছাড়াই বলবে দু'বেলা দু'মুঠো খাবার খেতে পারা। আপনি যে হাইয়েস্ট স্টাডির এর জন্য কলারশিপ পেয়েও খুশি না, যে এর চেয়ে ভাল হওয়ার কথা ছিল। এর চেয়ে বেটার একটা সাবজেক্টে পড়তে পারতাম। স্টেশনের ওই ছেলেমেয়েগুলোকে জিজ্ঞেস করলে আপনি বুঝতে পারবেন। আপনি যে শিক্ষাটা গ্রহণ করছেন বাজে কলারশিপ আপনি পেলেন। সেটা সে কল্পনাও করতে পারে না।
তাই সহজ করে কয়েকটা কথার মধ্যে অন্যতম একটি কথা হচ্ছে, যা পেয়েছি তার জন্য আলহামদুলিল্লাহ। যা আমার হইনি সেটা আমার ছিলনা। দেখেন সহজ করে জীবনকে আপনি ব্লেইম করে দিতে পারবেন। এই ব্লেম এর জায়গা থেকে আপনি যদি নিজের প্রচেষ্টা টা চালান উন্নতিটা আসবে আপনার। কিন্তু বোকার মত আমরা শুধুমাত্র, কমপ্লেন কমপ্লেন কমপ্লেন করেই যাই।
নিজের চেষ্টা তাকে খুঁজে বের করার চেষ্টা করি না। যে জিনিসটার জন্য সৃষ্টিকর্তার উপর দিরেক্ট ব্লেইম চাপিয়ে দিলেন যে জিনিসটা আমাকে দেওনাই কেন, ভালো একটা ফ্যামিলি আমাকে দেওনাই কেন, আমার বাবার কেনো প্রচুর সম্পত্তি দাও নাই কেন, সেই সময়টা আপনি চেষ্টা করেন। ওই রবি ঠাকুরের একটা কথা ছিল না, উড়াইয়া দেখো তাই। পাইলেও পাইতে পারো অমূল্য রতন। জীবনে কোথায় কি লুকিয়ে আছে আমরা কেউ জানিনা।
জীবনে প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা পদক্ষেপ কৌতূহলে ঠাসা। তাই জিনিসটা কে আপনি ভাবছেন এটা হওয়ার কখনোই সম্ভব না রাখি না সেই জিনিসটাকে নিয়ে একবার চেষ্টা করে দেখেন। হয়তো এখানে আপনার ক্লীক পয়েন্টটা লুকিয়ে আছে। আর জীবনে একবার একটা ক্লিক খেয়ে ফেললে তখন আর আপনার জীবন নিয়ে আফসোস করতে ইচ্ছে করবে না। তখন মনে করবেন এবং মনে প্রাণে বিশ্বাস করবেন। চেষ্টায় সব আমি গরিব হয়ে জন্মেছি সেটা হচ্ছে আমার আগের জেনারেশনের দোষ কিন্তু আমি গরিব হয় মরলে সেটা হচ্ছে আমার দোষ। তখন চেষ্টা তাকে বিশ্বাস করতে শিখে যাবেন। আর একবার যদি আপনি এইটা বিশ্বাস করে বসেন চেষ্টা করলে আমি পারবো। তখন অন্য কিছু উপর আপনার ব্লেইম চাপাতে ইচ্ছে করবে না।