ভালোবাসার গল্প : একাকীত্ব/মানসিক যন্ত্রণা
তোমরা সবাই বল একাকীত্ব থেকে বেরিয়ে আসো নিজেকে সময় দাও ভালো একটা সময় কাটাতে পারবে। অথচ দেখো, এই একাকিত্বের মধ্যে আমি দারুণ আনন্দ পাই। এই একাকিত্বের মধ্যে আমি নেশাখোরের মত ডুবে থাকতে চাই। বিশ্বাস করো চোখের সামনে প্রিয় মানুষটার বদলে যাওয়া, বন্ধুদের ছেড়ে যাওয়া, আপন মানুষের পিছিয়ে যাওয়া, সব দেখেছি।
অথচ দেখো এই একাকীত্ব আমাকে কখনো একা করে চলে যাইনি। প্রথম থেকেই এই পর্যন্ত একাকীত্বই শুধু আমাকে সঙ্গ দিয়েছে। একাকীত্বই আমার কাছে ভালো। দিন শেষে এই একাকিত্বকে বুকের গভীরে জমা করে ঘুমিয়ে পড়তে পারি আমাকে ছেড়ে যায় না। তোমরা সবাই আমাকে বলো, যে প্রাক্তন কে ভুলে যাও। নতুন করে শুরু করো নতুন একজনকে সময় দাও। অথচ আমি আমার প্রাক্তন কেউ নতুন করে হাজারটা ভালোবাসার চেষ্টা করি।
আমার প্রাক্তন কে আমি নতুন করে সাজাতে চাই। নতুন করে অনুভূতি নিই। আমি জানি সে ফিরে আসবে না। আমি এইটাও জানি সবাই সমান না সবাই আলাদাও না। তোমরা সবাই আমাকে বলো, রাস্তায় একটায় হিসাব করে চলতে হয়। মাপ মত পা ফেলতে হবে অথচ আমার দিকে তাকিয়ে দেখো, অন্যমনস্ক হয়ে ভিন্ন রাস্তায় কতবার চলে গেছি হিসাব করি নি।
তোমরা সবাই বল নতুন কে তার প্রাপ্যটা তাকে বুঝিয়ে দাও। অথচ আমার পুরাতন তাকেই তার পুরোটা বুঝিয়ে দেওয়া হয়নি। আমি পুরাতনকে ভুলতে পারিনা। হয়তো পারবো না। সবাই সবকিছু পারবে এমন তো কোন কথা নাই। আসলেই যদি সবাই মধ্যমণি হয়ে যায়। অসর্য হবো না। আমি তোমাদের বিড়েই থাকবো। আমি ছিলাম তোমাদের মধ্যে আমি আছি। এর জন্য যদি তোমাদের মধ্য থেকে তাচ্ছিল্যের দৃষ্টি পেতে হয় আমার কোন আপত্তি নেই। আমি ভিড়ের মধ্যে হারিয়ে যাব। তারার মত করে।