ভালোবাসার গল্প: তুমি কার জন্য বাচবে?

 


আমাদের পৃথিবীতে বসবাস করা ৯৫ শতাংশ মানুষ অন্যের জন্য বাঁচে। আমরা অন্যের জন্য হাসি, অন্যের জন্য কাঁদি। আসল কথা হচ্ছে আমরা ভাবি নিজের মত করে কিন্তু করি অন্য জনের জন্য। আমরা সবসময় ভাবি যে কোন পোশাক পড়লে অন্যের কাছে আমাকে ভালো লাগবে, কোন কাজটা করলে আমি অন্যের মত অর্থশালী হতে পারব।

এক কথায় বলতে গেলে আমি কিভাবে চললে অন্য একজন মানুষ খুশি হবে। আমি কোন কাজটা করলে সমাজের মানুষ আমাকে দাম দিবে। আমরা এই থিওরিটা মাঝে মাঝে ভুলে যাই কখনো কখনো সবার কথা বাদ দিয়ে, সমাজের চিন্তা বাদ দিয়ে, প্রিয়জনের চিন্তা বাদ দিয়ে, নিজের জন্য শুধু বাঁচতে হয়।

দেখো সমাজ যে, নিয়মটা তৈরি করেছে সেটার মত করে তোমাকে ইনস্ট্রাকশন করবে। সেটার মত করে তোমাকে সাজেশন দিবে। আর তুমি খুব ভালো করে জানো, কোন কাজ টাতে তুমি খুব ভালো করবে। কোন জিনিসটাতে খুব দ্রুত তুমি নিজের মধ্যে একটা গ্রোথ আনতে পারবে। 

তাই সবসময় এ কি বলল ও কি বলল এই চিন্তাটা করা উচিত না। আমি কখনোই বলবে না যে তুমি সমাজের বিপক্ষে চলে যাও, বন্ধু-বান্ধবদের বিপক্ষে গিয়ে কিছু কর। ছোট্ট একটা উক্তি আছে জানো তো, সাকসেস হলে তোমার লুঙ্গি পরা ছবিটা ইতিহাস হয়ে থাকবে। আর যদি সাকসেস না হতে পারো তোমার ট্রাইসুট পড়া ছবিটাও উপহাস হবে।

ব্যাপারটা সাধারণ তুমি কোন কাজটা তে ভালো পারফর্মেন্স করতে পারবে। কোন কাজটা তোমার সাথে শুট করে। কোনটা তোমার কাছে গর্জিয়াস মনে হয় সেটা তুমি জানো। সেটা সমাজ সামাজিকতা মানুষ বন্ধুবান্ধব প্রিয় মানুষ প্রিয় জন এরা না। তুমি দেখো তোমার কোন ক্রিয়েটিভিটি তে তুমি সবচেয়ে বেশি ফোকাস  করতে পারো সেই কাজটা তুমি করো। 

তোমার সব সময় কেন এমন হবে, অন্যের জন্য করবো অন্যের জন্য বাঁচব, অন্যের কি বলবে সে কি বলবে একি বলবে বন্ধু কি বলবে বাড়ির মানুষ কি বলবে। এটা সব সময় ভাবা আমাদের জন্য উচিত না। তুমি যদি তোমার বুদ্ধি থেকে ফোকাস করে একটা সাকসেসফুল জায়গায় নিজেকে নিয়ে যেতে পারো। তখন তারাই তোমার জন্য হাততালি দেবে। যারা তুমি ভাবতে তোমাকে গালি দিবে। বিশ্বাস করো, পৃথিবীতে বিগত সময়ে সেরকমই হয়ে আসছে, এখনো এটাই হচ্ছে।

দেখো জারা সাকসেস তাদের স্টোরিতে হাতিয়ে দেখো অনেক স্ট্রাগল এর মধ্যে দিয়ে এসেছে। ইনফ্যাক্ট আমরা যে সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহার করছি ফেসবুক এর জীবনী গল্পের কথা আমরা সবাই জানি। তোমার খারাপ সময়ে খুব কম মানুষ তোমাকে সাপোর্ট করবে। যেটাই ফেসবুকের মালিক জাকারবার্গকে করেছিল।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url