ভালোবাসার গল্প: আল্লাহর দেওয়া সেরা উপহার আমার মা


আমি বিশ্বাস করি। পৃথিবীতে গোছালো সম্পর্ক গুলোর মধ্যে অন্যতম সম্পর্ক হচ্ছে মা আর সন্তানের সম্পর্ক। আমার সম্পর্কে একেবারেই আস্টে-পৃষ্ঠে কেউ আমার সাথে থাকতে চাই নি, শুধু আমার মা ছাড়া। প্রত্যেকটা মানুষ আমার কোনো না কোনোভাবেই তাচ্ছিল্য করার চেষ্টা করছে। বয়স বাড়ার সাথে সাথে আমার ইনকাম নিয়ে প্রশ্ন করছে। শুধুমাত্র আমার মায়েই দিনশেষে জিজ্ঞেস করছে খোকা খেয়েছিস কিনা।

হ্যাঁ, দিন শেষে মানুষ আমার বেতনের অংকটা জানতে চেয়েছে। আর দিন শেষ আমার মা আমি কি দিয়ে খেয়েছি সেটা জানতে চেয়েছে। পৃথিবীতে গড়া সম্পর্ক গুলোর মধ্যে বেশিরভাগ আপনার খারাপ পরিস্থিতিতে আপনাকে একা ফেলে চলে যাবে। শুধুমাত্র মা ছাড়া। আমাদের খারাপ সময় আমাদের বন্ধু-বান্ধব, কিংবা প্রিয় মানুষ, আত্মীয়-স্বজন এবং প্রিয় জন এরা  আমাদেরকে একটু আকটু সাপোর্ট করবে। যখন দেখবে আমরা কিছুতেই পেরে উঠতেছি না। তখন আমাদোর হালটা তারা ছেড়ে দিবে। শুধু আপনার মা তখন ভরসা দিয়ে যাবে।

আমি জানিনা ১টা উপন্যাস লিখতে কতটা পৃষ্ঠা প্রয়োজন হয়। একটা সম্পর্কের পুরোপুরি পূর্ণতা একটা উপন্যাসে দিতে গেলে কতদিন সময় লাগতে পারে আর কতটা খন্ড প্রয়োজন পরে কিন্তু আমি বা আমরা মায়ের ভালোবাসা লিখে আমি সারা জীবনেও শেষ করতে পারবো না কেউ। কোন উপন্যাস মায়ের ভালোবাসা আমার শুদ্ধতা মায়ের আদর্শ লিখে শেষ করতে পারবে না। কারণ পৃথিবীর সম্পর্কে মায়েরাই সেরা। আমি সত্যিই আমার মাকে ভালোবাসি।

শুধুমাত্র আমাদের মা,ই খারাপ সময়ে আমাদেরকে ছেড়ে যায় না। পুরো পৃথিবী যখন আমাদেরকে বলেছিল আমরা পারবো না। আমাদেরকে নিয়ে তাচ্ছিল্যের হাসি হেসেছিল, তখন শুধুমাত্র তখন আমাদের মা,ই বলেছিল খোকা একটু সাবধানে এগো তুই সব পারবি। আমার খুব ভাল করে মনে আছে আমার মা অসুস্থ ছিলেন। জোরে কাতরাচ্ছিলেন আর আমার পরীক্ষার ফি লাগবে কয়েক হাজার টাকা তখন চিকিৎসা টাকাটা আমার মা আমাকে হাতে তুলে দিয়ে বলেছিল খোকা আমার কিছুই হবে না। তুই তোর পরীক্ষার ফি পরিশোধ কর।

আমার খুব ভাল করে মনে আছে।  আমি বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার জন্য যখন আমার মায়ের কাছে বায়না ধরে ছিলাম। আমার এই টাকাটা লাগবেই। তখন আমার মা দুইটা শাড়ি কিনার টাকা অনেক দিন থেকে জমিয়েছিল সেই টাকাটা আমার হাতে গুজে দিয়েছিল।

আমি যখন খারাপ খাবার খাব না বলে বায়না ধরি তখন আমার মা,ই কষ্ট করে জমানো টাকা টা আমার হাতে তুই দেই যে বাইরে থেকে ভালো কিছু খেয়ে নিস। আমি আসলেই আমার মাকে অনেক ভালোবাসি।

মানুষ বিল গেটস আর মাদার তেরেসাকে পড়ে অনুপ্রাণিত হয়। আর আমি প্রত্যেকদিন আমার মাকে দেখে অনুপ্রাণিত হয়। ছোট্ট করে দুইটা কথা আমি আপনাদেরকে বলতে চাই। পৃথিবীর অন্যান্য সম্পর্কগুলো গ্যারান্টি নাই। আপনার খারাপ সময়ে কি আপনার পাশে থাকবে কে আপনার সাপোর্ট করবে সেটারও হানডেট পারসেন্ট গ্যারান্টি আপনি কখনো দিতে পারবেন না। কোন মানুষটি আপনাকে আসলেই ভালবাসে আর কোন মানুষটা ভালবাসে না। সেটা কিন্তু আপনি সবসময় কনফিডেন্টলি ভাবে বলতে পারবেন না। কিন্তু মার ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। অতএব মার জন্য ভালোবাসাটা জমিয়ে রাখুন।


আপনি যদি কয়েকবার ভেবে থাকেন যে সুসাইড করে নিবেন। ওইটা তো আমি সাকসেস না, ওই সম্পর্কটা আমার হয়নি সেজন্য আমি মরে যাব। তাহলে একবার ভাবুন আপনাকে বড় করতে কি আপনার মা কতগুলো কুরবান করেছে। আপনার জন্য আপনার মা কতগুলো সেক্রিফাইস করছে। একটা ৯ মাসের সম্পর্কে জন্য আপনি যদি মরে যেতে চান। তাহলে আপনার জন্য আপনার মা দশ মাস কষ্ট করেছিল। আপনার দুই বছরের একটা সম্পর্কের জন্য যদি আপনার জীবনটাকে নষ্ট করে দিতে চান তাহলে আপনার তার পুরো যৌবনটা আপনাকে মানুষ করার কাটিয়ে দিয়েছেন। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url