আমি সেই মানুষটা ভালোবাসার গল্প
আমি সেই মানুষটা, যে মানুষটার বন্ধু মহল থেকে ইচ্ছে করে খোঁজখবর নেয়নি। আমি সেই মানুষটা যে মানুষটা বন্ধুমহলে এখনো বন্ধুদের প্রিয়জন হতে পারিনি। যাকে ইচ্ছে করে সফরে যাওয়ার সময় কোন বন্ধু গুরুত্ব দিয়ে ফোন দিয়ে যাওয়ার জন্য আগ্রহ দেখাবে। আমি সেই মানুষটা, যে মানুষটার ক্লাসের শেষ বেঞ্চে প্রায়ই অবহেলা নিয়েই বসে থাকতে হত।
এই কারণে না যে আমি ভালো ছাত্র না। বরং এই কারণে যে আমার বাবার বেশি সম্পত্তি নেই। আমি সেই মানুষটা যে মানুষটা এখনো ইচ্ছে করে বন্ধুদেরকে এইটা বলতে পারিনি যে আমি তদের সাথে সাথে থাকতে চাই। আমি সেই মানুষটা যে মানুষটা ক্লাসবান করে বন্ধুদের সাথে খেলতে যেতে পারিনি। এই কারণ না যে আমি খেলতে পারি না। কারণ এটা ছিল আমি তাদের লেভেলে না।
আমি সেই মানুষটা যে মানুষটা এখনো কাউকে পছন্দের কথাটা অকপটে বলতে পারিনি। আমি সেই মানুষটা এই মানুষটা জোর গলায় পছন্দের মানুষটাকে ভালোবাসি বলতে পারিনি। আমি সেই মানুষটা যে মানুষটা বাবা-মার সামনে দাঁড়িয়ে শখের জিনিস টা সেরে নিতে পারিনি কারণ আমি মধ্যবিত্ত ছিলাম। আমি সেই মানুষটা যে মানুষটার দুঃখের গল্পের পৃষ্ঠাতে এত লম্বা যত গল্প হলে একটা গল্প বলতে পুরো রাত কেটে যাবে। আমি সেই মানুষটা যে মানুষটা কষ্টের বাকি নেয়ার জন্য কেউ আগ্রহ দেখায়নি।
আমি সত্যিই সেই মানুষটা যে মানুষটা এখনো কারো প্রায়োরিটি লিস্টে জায়গা করে নিতে পারেনি। আসলেই আমি দুর্ভাগা না হয় আমি সেই মানুষটা কেন হতে যাবো, যেই মানুষ তা এখনও রূপ দিয়ে কাউকে মুগ্ধ করতে পারেনি আমার কথা শোনার জন্য কেউ আগ্রহ দেখায়নি। ওই যে আমি কারো প্রায়রিটি দিতে জায়গা করে নিতে পারিনি। তবু আমি নিজেকে ভালোবাসি কারন আমি ভালো থাকা মানে নিজেকে ভালোবাসা বুঝি। আমি নিজেকে ভালোবাসি।