ভালোবাসার গল্প: যে তোমাকে ভালো থাকতে দেয়নি
যে ভালোবাসাটা তোমাকে এক মুহূর্তে ভালো থাকতে দেয়নি। কষ্ট করে হলেও তুমি সেই মানুষটার কাছ থেকে দূরে চলে আসো। দেখো অনিশ্চিত কোন কিছু নিয়ে জীবনে অতিবাহিত করা যায় না। একটা মানুষকে তুমি ভীষণ রকমের পছন্দ করো একটা মানুষকে তুমি প্রচন্ড রকম ভালোবাসো। সেটা শুধুমাত্র তুমি একটা মানুষের জন্য তুমি পাগলামো করতে পারো একটা মানুষের জন্য তুমি সব কিছু করতে পারো সেটা শুধুমাত্র তুমি।
একটা মানুষের কাছে তুমি তোমার সবটা অনুভূতি গচ্ছিত করে শান্তিতে থাকতে পারো না। একটা মানুষের কাছে তুমি তোমার সবটা আবেগ দিয়ে তোমার ভালোবাসাটা আবেদন করার পরেও অসংখ্যবার অপমানিত হয়ে ফিরতে হয়েছে। বিশ্বাস করো সেখানে আর যাই হোক তোমার জন্য ভালোবাসা রাখেনি।
একটা মানুষের কাছে তুমি তোমার সবটা আবেদন করার পরও যদি সেই মানুষটা তোমার অনুভূতিটা মূল্যায়ন না করে তাহলে সেখানে আর যাই হোক না কেন তুমি তোমার জন্য ভালো একটা স্থান বানাতে পারবে না। একটা মানুষ হাজার বার তোমাকে অপমান করে তোমার হাজারটা অনুভূতি একবারই বুঝতে পারেনা তবুও তুমি সেই মানুষটার পিছে আষ্টেপিষ্টে পড়ে আছো। বরাবরই সেখানে তুমি শুধুমাত্র অবহেলাতে পাবে। এ ছাড়া আর কিছু নাই।
যদি এমন মনে হয় সেই মানুষটা আমাকে ভালোবাসে আবার না। কিংবা ভালবাসে কিনা সেটাও আমি জানি না। কিন্তু আমাকে অপমান করে সেটা আমি বুঝতে পারি আমাকে তাফসীরের দৃষ্টিতে দেখে সেটা আমি বুঝতে পারি আমার অনুভূতি মিশ্রিত এ কথাগুলো সে হেসেখেলে উড়িয়ে দেই সেটা আমি বুঝতে পারি সেই মানুষটা তোমার যোগ্য না। একটা মানুষের কাছে তুমি তোমার অনুভূতিটা প্রকাশ করার পরেও যদি সেই মানুষটা তোমাকে যদি বুঝতে না পারে তাহলে আই রিপিটেড সেই মানুষটা তোমার যোগ্য না।
একটা মানুষকে ভালোবাসার জন্য, একটা মানুষকে এককভাবে পাওয়ার জন্য, ন্যূনতম একটা যোগ্যতা লাগে আর সেই মানুষটা যদি তোমার অনুভূতির মূল্যায়ন না করতে পারে, তাহলে সেই মানুষটা তোমার আসলেই যোগ্য না। খুব আগ্রহ নিয়ে সেই মানুষটার কাছে তুমি তোমার অনুভূতি মিশ্রিত কথাগুলো বলবে আর সেই মানুষটা প্যানপ্যানানি গল্প ভেবে হেসেই উড়িয়ে দিলো।
দেখো একটা মানুষের কাছে তুমি তোমার অনুভূতিটা কে ইনভেস্ট করবা। একটা অনিশ্চিত জায়গায় কেন তুমি ইনভেস্ট করতে যাইবা। হয়তো একটা সময় মানুষ তা ঠিক হয়ে যাবে। সবটা দিয়ে আমাকে বুঝবে, সবটা দিয়ে আমাকে ভালোবাসবে। কেন এরকম একটা অনিশ্চিত জায়গায় তুমি তোমার অনুভূতি খরচা করবে। ওই মানুষটার পিছনে না ছুটে সেই মানুষটাকে তুমি প্রায়োরিটি দাও যেই মানুষটা সবটাতেই তোমাকে চাই।
একটা অনিশ্চিত মানুষের জন্য পাগলামো না করে। যে মানুষটা আস্তে পৃষ্ঠা তোমাকে রেখে দিতে চাই সেই মানুষটার জন্য বাজি ধরো।সেই মানুষটার জন্য কিছু করো কারণ অধিকাংশ মানুষ হয়তো যেখানে বাধা আসে বা যেই মানুষটা তাকে তাচ্ছিল্য করে যে মানুষটা তাকে দেখতে পারে না সেই মানুষটার জন্য আগ্রহ প্রকাশ করে কিন্তু দিন শেষে সেই গল্পটাই চমৎকার হয়। যেই গল্পটাতে একটা মানুষ সবটা দিয়ে রেখে দিতে চাইলে সেই মানুষটা থেকে যায়।