বিশ্বকাপ-এর স্বপ্নভঙ্গ তবুও রিপনের চার



বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল ভারতীয় যুবাদের কাছে ৫ উইকেটে হেরে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিল গত আসরের ‘চ্যাম্পিয়ন’ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল বাংলাদেশের দেয়া ১১২ রানের সহজ ভাবে তাড়া করতে নেমে ৩০.৫ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত ৫ উইকেট হারিয়ে। এই ম্যাচে সব হারিয়ে বাংলাদেশের শুধু প্রাপ্তি মাত্র ৯ ওভারে ৩১ রান খরচায় রিপন নিয়েছেন চার উইকেট শিকার।

বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের দেওয়া ১১২ রানের জবাবে বেটিং করতে নেমে শুরুতেই উইকেট হারান তানজিম হাসান সাকিবের বলে শূন্য রানেই ডাগআউটে ফেরেন ভারতের ওপেনার হারনূর সিং। এরপর শুরুর ধাক্কা সামলিয়ে বেশ আসতে আসতে-জয়ের লক্ষ্যের দিকে এগোতে থাকে ভারতীয়রা। শেষের দিকে পরপর দুই ব্যাটসম্যান শাইক রশিদ ২৬ (৫৯) এবং অঙ্ক্রিশ রঘুবংশীকে ৪৪ (৬৫) রানে আউট করেন রিপন মণ্ডল পুরো টুর্নামেন্টে দারুণ বোলিং করা। এরপর আরও দুই ব্যাটসম্যানকে ডাগআউটে ফিরিয়ে নিজেদের প্রথম ইনিংসে আর একটু বেশি রান করতে পারলেই ম্যাচ অন্যরকম হতে পারতো । তাহলে ম্যাচের দৃশ্যপটটা অনেক পরিবর্তন হয়তো হতে পারত! এই ৫ উইকেট নিয়ে বিশ্বকাপের রিপনের মোট উইকেট সংখ্যা ১২!

ভারতের পক্ষে কৌশল তাম্বে ১১* এবং ইয়াশ ধুল ২০* রানে অপরাজিত থেকে ভারতকে জয়ের লক্ষ্যে পৌঁছে নিয়ে যায় । গত আসরের বিশ্বকাপে ফাইনালে রাকিবুল হাসানের ব্যাটে এই ভারতের বিপক্ষেই এসেছিল জয়সূচক রান। রাকিবুলের বলে আজকের দিনে বিশাল একটা ছক্কা মেরে ভারতকে সেমিফাইনালে নিয়ে গেলেন তাম্বে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url